নিখোঁজঃ কিশোরী

Description

এই কিশোরীটিকে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের উপরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আর.জে. রাশেদ নামক এক মানবিক ব্যক্তি চাঁন্দগাঁও থানাকে অবহিত করার পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করিয়েছেন। ইতিমধ্যে নিষ্ঠা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদেরকেও খবর দেওয়া হয়েছে। কিশোরীটির সাথে কোনো মোবাইলফোন, ভ্যানিটি ব্যাগ, টাকাপয়সা নেই। ফলে তাঁকে চিহ্নিত করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। তাঁর ঠিকানা বা পরিচয় জানার জন্য সবার কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। কিশোরীটির বর্তমান অবস্থা ও অবস্থান জানতে যোগাযোগ করুন: এইচ.এম. করিম, 01853 729823.

Contact Details

Comments


  • Image

    No Comment Yet!

Add Comment

Related Reports