নিখোঁজ সংবাদ! ব্রাহ্মণবাড়িয়া লেবানন প্রবাসী বাংলাদেশি নারীকর্মী লিপি আক্তার নিখোঁজ।
প্রতিদিন বৈরুত :- লেবানন প্রবাসী বাংলাদেশি নারীকর্মী লিপি আক্তার নিখোঁজ। তার দেশের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা,কসবা থানা,লেশিয়ারা গ্রামে।
পরিবারের সকলকে সুন্দরভাবে গড়ে তুলতে লিপি আক্তার ২০১৪ সালে কর্ম নিয়ে আসা হয় লেবানন।লেবানন আসার পর থেকে বাংলাদেশ যাওয়া হয় নেই লিপির।সে লেবানন বাবদা এলাকায় বসবাসকারী।প্রবাসী বাংলাদেশিদের তথ্য সূত্রে জানা যায়, সে দীর্ঘ প্রায় নয় বছরের অধিক সময় ধরে স্বামী হিসেবে মোহাম্মদ ইব্রাহিম নামে বাংলাদেশির আশ্রয়ে ছিল। স্বামী - স্ত্রী পরিচয়ে তাদের দাম্পত্য জীবন সুন্দরই চলে এসেছিল। কিন্ত গত ছয়মাস আগে মোঃ ইব্রাহিম অন্য একজন বাংলাদেশি নারীর পরকীয়ায় পড়ে। এতে তাদের মধ্যে বিভিন্ন প্রকার ঝড়গা বিবাদ শুরু হয়। স্হানীয় প্রবাসীদের সহযোগিতায় দু-একবার এই সমস্যা সমাধান হলেও পরকীয়া সম্পর্ক থেকে যায় ইব্রাহিমের।
ব্রাহ্মণবাড়িয়া জেলা, কসবা থানা লেশিয়ারা গ্রামের লিপি আক্তার
এর ছেলে মোহাম্মদ ইয়াছিন মোল্লা তার মায়ের খোঁজে আকুতি জানিয়ে বলে "মা" লিপি আক্তারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ ও কথা হতো। কিন্তু গত ৬ই জানুয়ারি রোজ শনিবার সন্ধ্যা ৮টার সময় থেকে আর যোগাযোগ করতে পারে নেই। সে জানায় ঐ দিন তার মা লিপি আক্তার ও মোহাম্মদ ইব্রাহিম লেবাননের কোথাও এক জায়গায় বেড়াতে যাওয়া হয়।এরপর থেকে তার মা লিপি আক্তার নিখোঁজ। কোন প্রকার যোগাযোগ করতে পারে নেই। মোহাম্মদ ইব্রাহিমের দেশের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর থানা ও বিদ্যাকুট গ্রামে।বর্তমানে মোহাম্মদ ইব্রাহিম লেবাননের পুলিশ হেফাজতে আছেন।
মোহাম্মদ ইয়াছিন মোল্লা তার মায়ের খুঁজে
বৈরুতের বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।
CALL: 01786233645
Source: FB
No Comment Yet!