লাল বোটের চালক/হেল্পারের অবহেলার আমার আব্বা নদীতে নিখোঁজ!
১৯/০৮/২২ ইং রোজ শুক্রবার আমার আব্বা মাষ্টার মান্নান (৬০) চট্টগ্রাম হালিশহরস্ত আমার বড় বোনের বাসা থেকে সকালে সন্দ্বীপ এর উদ্দেশ্য বের হয়ে ঘাটে আসে। ঘাটের আবহাওয়া খারাপ থাকায় আমার আব্বা কাঠের সার্ভিস বোটের টিকিট কাটে এবং অই সময় আমার আম্মু সন্দ্বীপ থেকে আব্বুর লোকেশন জানতে চাইলে -আম্মুর ভাষ্যমতে আব্বু আম্মুকে বলে আমি সার্ভিস বোটে উঠতেছি এবং তুমরা চিন্তা করোনা বলে ফোন কেটে দেয়। এর পর আব্বুর আর কোন খোজ আমাদের কাছে নেই। পরে জানতে পারি ঘাটের লালবোট চালকের/হেল্পারের অবহেলায় আমার আব্বু নদীতে পরে যায়। এবং তারা উদ্ধার করতে পারেনি এবং আগ্রহ ও প্রকাশ করেনি।তার মানে আমার আব্বুর জীবনের কি কোন মূল্য নেই এই লালবোড চালক/হেল্পারের কাছে...???? ঘাট কর্তৃপক্ষ ফেইজবুকে বলেছেন কে যেন দেখছে ডুবে যাওয়া লোকটি ভেজা কাপড় নিয়ে বাড়ি চলে গেছে। কই আমার আব্বা তো বাড়ি যায়নি। আমার আম্মা গতকাল থেকে পাগলের মত এদিক-সেদিকে খুজ করতেছিলো কিন্তু কেউ কোন সন্ধ্যান দিতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো আপনারা আমার আম্মার ভিডিও দেখেছেন।
কিন্তু আমাদের এলাকার ঘাট কর্তৃপক্ষের কিছু নিজস্ব লোক এটাকে অন্যভাবে ধামাচাপা দেয়ার জন্য এবং বিষয়টিকে ঘোলাটে করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম FB তে পোষ্ট করেছে৷ এই সব তথ্য সর্বপরি সাজানো এবং বানোয়াট।
আমি আমার আব্বাকে ছাই। এই ঘাটের অনেক অনিয়ম রয়েছে, আমি কখনো কিচ্ছু বলিনি কিন্তু আজ এইসব অবৈধ লাল বোটের চালক/ হেল্পারের কারণে আজ আমার আব্বা নিখোঁজ। এরা নাকি আরেকসময় লাল বোটের ১০ টাকা বকশিস দিয়ে অস্বীকার করায় আমার আব্বার সাথে কথা-কাটাকাটির সময় বলে গার ধাক্কা দিয়ে নদীতে পেলে দিব। আব্বা এটা বলার পরে ও আমরা চুপ ছিলাম। এই দায় কার আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো...????
আপনারা আমাদের পারিবারিক ইস্যু নিয়ে বিষয়টিকে অন্যদিকে নিয়ে যেতে চাইবেন সেটা আমি কখনো হতে দিব না।
মানুষের পারিবারিক টুকটাক সমস্যা থাকতেই পারে তাই বলে আপনারা বিষয়টিকে ঘোলাটে করে অন্য দিকে নিতে তো পারেন না।
আমি আমার আম্মুকে বলেছি সন্দ্বীপ থানায় জি ডি করতে। উনি গতকাল যেতে চেয়েছিলেন কিন্তু বাধাগ্রস্ত হয়েছেন। তারপর ও সকল বাধা উপেক্ষা করে আজ করবে।
আমি সন্দ্বীপ প্রশাসনের, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি,
গতকাল সকাল ১০ টা থেকে এখনো অবদি আমার আব্বা নিখোঁজ। আপনারা আমার আব্বাকে যেভাবে হোক খুজে বের করুন এটাই আমার দাবি। আমাদের কোন নিরাপত্তা নেই, আমার এই কষ্টের কথা আমি কার কাছে বলব প্লিজ আপনারাই বলে দেন। আমি এই মা-বাবার জন্য বিদেশের মাটিতে পরে আছি শুধু মা-বাবার শান্তির আশায়। আপনাদের অ-ব্যাবস্থাপনার জন্য তো আমি আমার বাবাকে হারাতে পারি না।
আমি সর্বোপরি আমার আব্বাকে খুজেপেতে চায়
No Comment Yet!